Message from the head of the organization

Picture

দেউলী দাখিল মাদ্রাসাটি ১৯৯৪ সালে দাখিল হিসাবে প্রতিষ্ঠিত হয়। তার পূর্বে মাদ্রাসাটি যথাক্রমে ফোরকানিয়া ও ইবতেদায়ী হিসাবে পরিচিত ছিল। ইং ০১/০১/১৯৯৪ তারিখ থেকে মাদ্রাসাটি ইবতেদায়ী মাদ্রাসা হতে উন্নীত করে দেউলী দাখিল মাদ্রাসা নামকরণ করা হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক ০১/০১/১৯৯৪ ইং তারিখ থেকে ৯ম শ্রেণীতে পাঠদানের অনুমতি পায় এবং ০১/০১/১৯৯৪ তারিখ থেকে একাডেমিক স্বীকৃতি লাভ করে। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রতি বছর কেন্দ্রীয় পরীক্ষায় মাদ্রাসাটি কেশবপুর উপজেলায় বিশেষ সুখ্যাতি অর্জন করেছে। বর্তমান মাদ্রাসাটিতে শিক্ষক-শিক্ষিকা ১৭ জন, কর্মচারী ৫জন মোট ২২ জন কর্মরত আছেন।