School History

দেউলী দাখিল মাদ্রাসা প্রথমে নুরাণী মাদ্রাসা ছিল। পরবর্তীতে এখানে দাখিল মাদ্রাসা পর্যায়ে উন্নীত করা হয়। মাঝে কিছুদিন এ মাদ্রাসাটি আলিম পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হয় িকিন্তু পারিপার্শিক বিভিন্ন কারণে সেটা করা সম্ভব হয়নি। আগামীতে এখানে শিক্ষার আরো বিভিন্ন সেক্ট খোলার চেষ্টা অব্যাহত থাকবে।